উড়ছে নিশাণ চতুর্কোণে
গর্জে বীরের বাণী
বাংলার মাটি আন্দোলিত
বিজয়ের প্রতিধ্বনি।
কোটি বাঙালির মলিন মুখে
মুক্তি মাখা হাঁসি
জয় বাংলা বাংলার জয়
বাতাসে গেলো মিশি।
লক্ষ জুয়ান বৃদ্ধ বালক
তেরো বছরের তারা
ঘরবাড়ি ছেড়ে দেশমাতাকে
বাঁচাতে দিশেহারা।
নয়টি মাসের প্রতিদিন যেনো
দোজখ নেমে এসেছিল
কত প্রিয়জন নরখাদকে
দেহ প্রাণ সপে দিল।
মা হারালো কোলের শিশু
তুলে নিলো হাতিয়ার
পরিনয় এলো ষোলো তারিখে
বিজয়ের চিৎকার,
বিজয়ের চিৎকার।
অগ্রগতি কামনা করছি ❤️
হিজিবিজির পথ চলা দৃঢ় হোক
“উড়ছে নিশাণ চতুর্কোণে
গর্জে বীরের বাণী
বাংলার মাটি আন্দোলিত
বিজয়ের প্রতিধ্বনি।”
প্রথম চার চরণ অসাধারণ ছিল! শুভকামনা কবি।