ফেলে প্ল্যাকার্ড, ফেলে ফেস্টুন
আটকে কন্ঠ, সুরের আগুন
ফেলে মৃত্যু, ফেলে আগামী
ঠ্যালে দুঃখ, দূরে আসামী।
থাকি নিয়ে সাথে ফুল গন্ধ
গান-কবিতায় থাকি শুদ্ধ,
ভুলি প্রেমিকার কালো তিলে
মজি মাছ ধরার কোনো বিলে,
হই আলুসিদ্ধ, ভুলো সুরে সুরে
ঘুমিয়ে ভালো আলস ভোরে,
আঁকি ছবি পুঁজিবাদী মনে
ছুটি দূরে, শুধু আমার পানে!
কেন গায়ে মাখাবো ক্রিমসন
লাগুক প্রাণে হলি উৎসব;
কেন লাল রুটি আর শিক বরণ
থাকুক নিজের সুখ বৈভব।
ফুল পাখি আর লতা পাতা
এস্থেটিক কবিতার শত পাতা
হৈ-হুল্লোড় আর দৌড়ঝাঁপ
কেন টানি জীবনের অভিশাপ!