Poshushokti

সাম্য রাইয়ানের ছড়া : পশুশক্তি

রাজসিংহ ঐক্য চায় হরিণের সাথে
চিতাবাঘ জানিয়েছে সংহতি তাতে৷
বজায় রাখতে হবে ঐক্যের ধারা
প্রয়োজনে নেকড়েও দেবেন পাহারা৷

বানরও রাজার সাথে মিলিয়েছে সুর
কথা শুনে মনে হয় বীর বাহাদুর!
শেয়াল লিখে দিলো রাজার বক্তব্য
বনের পশুরা পেল নাগরিক কর্তব্য৷

সামাজিক নেকড়েটা জানাল চিৎকারে
পশুশক্তি প্রতিষ্ঠা হবে বনে ও বাদারে৷
ঘোষিত হল পশুঐক্য বাধ্যতামূলক
এই দেখে রাজসিংহের হৃদয়ে পুলক!

বনে ফিসফাস-গুঞ্জন, এ কী মহামারী
মহিষ পালিয়ে বাঁচে, ছাগল আনাড়ী৷
ঐক্যের হাত থেকে পাখিরা বেঁচেছে
মহানন্দে শকুন-চিল উড়েই চলেছে!

সিংহদুয়ারে এসে কড়া নাড়ে বাঘ
গুহার দরোজা ঠেলে সিংহ অবাক৷
সত্যিই মিটে গেছে অতীতের রেশ
এবার একসাথে খাওয়া হবে বেশ৷

বনের প্রাণীকুল হরিণ থেকে বানর
সবাই সমান পাবে বাঘের আদর৷
সবার প্রতি সিংহের সমভালোবাসা
এইবার নেকড়েও মেটাবে পিপাসা৷

Share this article
0
Share
Shareable URL
Prev Post

📣 ইতিহাস সংরক্ষণের ডাক – যুক্ত হোন আপনিও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
Share